চট্টগ্রাম, ৩১ জানুয়ারি, ২০২৫:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলম বলেছেন, আগামীতে আমজনতার ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা জনগণের সামনে তুলে ধরে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। জনগণই যেহেতু সকল ক্ষমতার উৎস, তাই জনগণের দ্বারে দ্বারে যাওয়া এখন নেতা-কর্মীদের প্রধান কাজ।
মনে রাখতে হবে, বিএনপিকে ক্ষমতায় বসতে হলে সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তারেক রহমানের নির্দেশ দলে কোন দুষ্কৃতিকারী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনুপ্রবেশ করতে না পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশের বাইরে কোন নেতা-কর্মী অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে তার বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পিছ পা হবে না। আর যারা বিএনপিকে আত্মারক্ষার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
তিনি আজ (শুক্রবার) সন্ধ্যায় সাতকানিয়া পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ৩১ দফার লিফলেট ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
পৌরসভার দক্ষিণ চরপাড়া কদল খান জামে মসজিদের পশ্চিম পাশে বদির দোকান সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী আকবর মিনহাজের সভাপতিত্বে ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এস এম রিয়াদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপির নেতা এরশাদুল হক চৌধুরী তসলিম।
বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সিনিয়র নেতা ও পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো.শফি, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শাহ এমরান, পৌরসভা বিএনপির নেতা আমিনুল ইসলাম, আবু তালেব, সাবেক কাউন্সিল বিএনপি নেতা নুরুল আবসার, শাহ আলম, যুবদল নেতা দিদারুল হক বাপ্পি, মো. রাসেল, মো.সিরাজ, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদস্য সচিব ছৈয়দ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আমিরুল ইসলাম, মো. সোহেল, মো. মানিক, মো. আওয়াল, আবদুর রহিম মাহি, মো. তালেব, ছাত্রদল নেতা কামরুল ইসলাম সেবু , মো. রাফি, মো. নাফিজ ও মো.কুতুব প্রমুখ।
Discussion about this post