চট্টগ্রাম, ৩০ জানুয়ারি,২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ টন পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে । এসময় বেআইনিভাবে পলিথিন মজুদের অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ ৫০ হাজার টাকার অর্থদণ্ড করা হয়।
আজ (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহীদুল ইসলাম সাইমুনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে ও একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযুক্ত শহীদুল ইসলাম সাইমুন বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। পরে কেরানিহাটে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত শহীদুল ইসলাম সাইমুনের ম্যানেজার নেছারুল হককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে কেঁওচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ লাখ টাকার পলিথিন জব্দ করা হয়েছে। এ ছাড়াও পলিথিন মজুদের অপরাধে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ।
অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল, এনএসআই এর ফিল্ড স্টাফ রাসেল শেখসহ সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।
Discussion about this post