চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০২৫:
বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের ৩ দিন ব্যাপি বিজ্ঞান ও শিল্প প্রযুক্তিমেলা ২০২৫ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৫ জানুয়ারি বিকালে গবেষণাগার প্রাঙ্গণে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর-এর যুগ্ম সচিব রোকনুজ্জামান।
বিসিএসআইআর-এর পরিচালক ড. বরুণ কান্তি সাহার সভাপতিত্বে এতে বিজ্ঞান মেলায় অংশগ্রণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন।
মেলায় ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ১০০ প্রজেক্ট প্রদর্শন করেন। তাদের মধ্যে এ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, বি গ্রুপে নবম থেকে দশম শ্রেণি ও সি গ্রুপে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা প্রজেক্ট উপস্থাপন করেন। সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বিজ্ঞান চর্চার জন্য জ্ঞানের চেয়ে কল্পনা শক্তির গুরুত্ব সর্বাধিক। দশজন যা সাধারণভাবে দেখে তার চাইতে আলাদাভাবে দেখাটা বিজ্ঞান। অর্থাৎ আলাদাভাবে দেখা ও কল্পনা করাটাই বিজ্ঞানের প্রথম ধাপ। এজন্য উন্নত দেশ আর উন্নয়নশীল দেশের সুযোগসুবিধা, কার কতটা আছে সেটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।
Discussion about this post