চট্টগ্রাম, ৩১ জানুয়ারি, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় টিলা শ্রেণির জমি কেটে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মো.শফিক (২৫) নামে এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আজ (শুক্রবার) সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড হরিণতোয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস একাধিকবার বিএস রেকর্ডীয় টিলা শ্রেণির জমি কেটে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিলে একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড হরিণতোয়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. শফিক তা অমান্য করে টিলা কাটা অব্যাহত রাখে। সরকারি নির্দেশ অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম
এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বিনাশ্রম কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে একাধিকবার বি এস রেকর্ডীয় সরকারি জায়গায় টিলা শ্রেণির মাটি কেটে স্থাপনা নির্মাণ করতে নিষেধ করলেও তিনি তা অমান্য করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলন কোন রকমেই উপজেলা প্রশাসন বরদাস্ত করবে না। আগামীতেও দিন-রাত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post