চট্টগ্রাম, ০৪ এপ্রিল, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার,৪ এপ্রিল ভোরে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের উপর সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ।
সাতকানিয়া রেল স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, শুক্রবার আনুমানিক ভোর ৫ টা ৫২ মিনিটের দিকে সাতকানিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে স্টেশনের দক্ষিণ পাশে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ভোরে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে ।
তিনি আরও বলেন, বিষয়টি আমি রেলওয়ে পুলিশকে অবহিত করেছি। তার আশেপাশে কোন মোবাইল ফোন বা ঠিকানা না পাওয়ায় তার পরিচয় এখনও পাওয়া যায়নি ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি । আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post