চট্টগ্রাম, ০৪ এপ্রিল, ২০২৫:
আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২৮শে মার্চ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেকে মায়ানমারে ৬৭টি আফটারশক অনুভূত হয়েছে।
মূলত মান্দালয়, সাগাইং, নেপিদো, দক্ষিণ শান রাজ্য, ইয়াঙ্গুন, বাগো এবং আয়েয়ারওয়াডি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে, যার মাত্রা রিখটার স্কেলে ২.৮ থেকে ৭.৫ পর্যন্ত।
মান্দালয়ে, বাসিন্দারা ক্রমাগত কম্পনের ভয়ে খোলা জায়গায় অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করেছেন। “মানুষ খুবই চিন্তিত কারণ আফটারশক ক্রমাগত ঘটছে,” একজন স্থানীয় RFA কে জানিয়েছেন।
“ভবন ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল ধরেছে – অনেকেই আর থাকার জন্য নিরাপদ নন। আমরা আমাদের ঘরের আশা হারিয়ে ফেলেছি; এখন, আমরা কেবল বেঁচে থাকতে চাই।”
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ৩,০৮৫ জনে পৌঁছেছে, ৪,৭১৫ জন আহত এবং ৩৪১ জন নিখোঁজ। জাতিসংঘের অনুমান, এই দুর্যোগে প্রায় ৭০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। (খবর ও ছবি: দ্য ইরাবতী)
Discussion about this post