চট্টগ্রাম, ০৩ এপ্রিল, ২০২৫:
গতকাল সড়ক দুর্ঘটনায় ১০ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আজ
৩ এপ্রিল বিকালে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লাইনে উন্নীত করার দাবিতে দক্ষিণ চট্টগ্রামের ত্রি-মুখি জংশন সাতকানিয়ার কেরানিহাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাকারিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো. ইব্রাহিম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার সেক্রেটারি মো. ইলিয়াস, কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাংবাদিক আবুল বশর সিদ্দিকী, ছদাহা ইউনিয়ন আমীর ফৌজুল কবির, কালিয়াইশ ইউনিয়ন সেক্রেটারি বশর জিহাদী, আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা সেক্রেটারি দিদারুল আলম ও সহ-সভাপতি নুরুল ইসলাম রাজা। এছাড়া বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কোন জায়গায় নেই নির্দিষ্ট কোন বাস টার্মিনাল। ফলে দূরপাল্লার বাসগুলো চলাচলে বাঁধার সৃষ্টি হচ্ছে। মহাসড়কে তিন চাকার যান চলাচলের সরকারি বাঁধা থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এ গাড়িগুলো। প্রতিনিয়ত ট্রাকভর্তি লবণ পরিবহনের ফলে মহাসড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। সম্প্রতি লোহাগাড়ায় পরপর দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের ঘটনায় দেশবাসীর বিবেক নাড়িয়ে দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে এ মহাসড়কটি চার লাইনে উন্নীতকরণ সাতকানিয়া- লোহাগাড়াবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। যদি সরকার জনগণের কথা না শুনে কালক্ষেপণ করে তাহলে সাতকানিয়া- লোহাগাড়াবাসী সরকারকে প্রতিবছর যে ট্যাক্স দেয়, তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় ‘মৃত্যুর মিছিল বন্ধ হোক, নিরাপদ হোক আরকান সড়ক’ এবং ‘আর কত প্রাণ গেলে সড়ক বিভাগের টনক নড়বে’ এসব স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে মানববন্ধনে অংশ নেন। গতকাল ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান শিশু সহ ১০ জন হন। এ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন মারা যান।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে একটি তালিকা প্রকাশ করেছে। নিহতরা হলেন—দিলীপ বিশ্বাস (৪৩), তার স্ত্রী সাধনা মন্ডল (৩৭) ও শ্বশুর আশীষ মন্ডল (৫০); ঢাকার মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম শামীম (৪৬), তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), ভাই মুক্তার হোসেন (৬০), মেয়ে আনিসা (১৬) ও লিয়ানা (৮) এবং ভাগিনা তানিফা ইয়াসমিন (১৬)। অপরজন হলেন মাইক্রোবাসের চালক ঢাকার বাসিন্দা মো. ইউসুফ আলী (৫৫)।
ছবি: সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে বক্তব্য রাখছেন
আইবিডব্লিউএফ-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো.ইব্রাহিম চৌধুরী।
Discussion about this post