চট্টগ্রাম,০৩ এপ্রিল, ২০২৫:
বিশেষ করে ঈদের পর দিন থেকে চট্টগ্রাম নগরের ভ্রমণ স্পটগুলোতে ঈদের আনন্দ উদযাপন করতে ভিড় করে ভ্রমণকারীরা। সারাদেশের ভ্রমণ স্পটগুলো পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে। চট্টগ্রাম নগরের কাছেদূরে সকল ভ্রমণ স্পটগুলোও ছিল ভ্রমণকারীদের পদভারে মুখরিত। ঈদের চতুর্থদিনে এসেও ঈদ উদযাপনকারীদের ভ্রমণ চলছে। মূলত ঈদে টানা নয় দিনের সরকারি ছুটি বেশিরভাগ কর্মজীবী মানুষের জন্য ভ্রমণের সুযোগ করে দিয়েছে। যে কারণে তারা যেভাবে পারছে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে।
চট্টগ্রামের সাগরপাড়ে সীতাকুণ্ডের ডিসি পার্কে এরকম ভ্রমণকারীদল সপরিবারে ঘুরতে গিয়েছেন।কবাজার থেকে যাওয়া এ দলের সদস্যরা বলেন, আমরা প্রতিবছর ঈদের ছুটিতে সকলে মিলে ঘুরে বেড়াই। কর্মসূত্রে পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন স্থানে থাকে। কিন্তু ঈদে সকলে মিলে এক সাথে ঈদ উদযাপন করি।
তাদের সাথে তাদের নতুন বিবাহিত কন্যা, তার স্বামীও রয়েছেন। অর্থাৎ মেয়ে, জামাই, শ্বশুর-শাশুড়ি কেউ বাদ পড়েনি ঈদ ভ্রমণ থেকে।
অনেকে প্রতিবেশি সহ ঘুরছেন চট্টগ্রামের ফয়সলেক সহ বিভিন্ন ভ্রমণস্পটে।
ঈদের দীর্ঘ ছুটিতে ডিসি পার্কে ঘুরতে এসেছেন দেশের নানা জায়গার মানুষ। তরুণ যুবা সকলেই। নানা উৎসাহে ঈদের ছুটি উদযাপন করছেন সকলে।
তবে বিভিন্ন দম্পতিরা ছেলে সন্তান নিয়ে ঘুরছে বেশি। শিশুদের বায়না মিটাতে বেশিরভাগ দম্পতি ঘুরতে বের হয়েছেন বলে জানিয়েছেন।
বিনা পয়সায় সীতাকুণ্ড ভাটিয়ারি ডিসি পার্কের খেলনা ব্যবহারের সুযোগ পেয়ে খুশি শিশুরাও। যে কারণে নগরের বাইরে হলেও সাগরপাড়ের এই ভ্রমণ স্পটে ভিড় শিশুদের। বিনা পয়সায় খেলনায় চড়ে অনায়াসে আনন্দ উপভোগ করছে শিশুরা। সেখানে তাদের জন্য রয়েছে নানা ধরনের রাইডস।
অন্যদিকে রাইডস থাকলেও ফয়সলেকের কনকর্ড পার্কের খেলনাগুলো অলস প্রায় পড়ে আছে। কারণ সেখানে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট।
অন্যদিকে ঈদের পর থেকে ফয়সলেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। একবার টিকিট কেটে চিড়িয়খানার সকল পশুপাখি ও সরীসৃপের দেখা মেলে। শিশুদের আগ্রহও সেদিকে।
এজন্য চতুর্থদিনেও চিড়িয়াখানা জুড়ে ঈদ ভ্রমণকারীদের ভিড়।
Discussion about this post