চট্টগ্রাম,২৫ জুলাই, ২০২৫:
সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী বলেছেন, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ ছিল। তারা (আওয়ামী লীগ) জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করে ঘরছাড়া করে। পাশাপাশি সাধারণ মানুষকে জিম্মি করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করার ফলে আওয়ামী লীগ থেকে এ আসনের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের এ দুঃশাসনের জবাব দিতে আসন্ন সংসদ নির্বাচনে জনগণ জামায়াত মনোনীত আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে বিজয়ী করবে ইনশাল্লাহ।
তিনি আজ ২৫ জুলাই সকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে জামায়াতে নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় নির্যাতিত, মজলুম ও অসহায় মানুষের পক্ষে দিন-রাত মাঠে কাজ করে গেছেন। জনগণের অধিকার ফেরত দিতে আন্দোলনে নামলে আওয়ামী লীগ ও তাদের দোসসরা জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করে দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় তা ফেরত পেয়েছি। তাই অতীতের সকল অপকর্মের জবাব দিতে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয় করার বিকল্প নাই।
সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ঠাকুরদীঘির করইয়ানগর মহিলা মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সাঈদ আলম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা জমির উদ্দিনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন- মো. সাঈদ, মাওলানা ছাবের আহমদ, ফজল কাদের, সাহেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, জাবেদ সিকদার, হাফেজ মৌলানা দেলোয়ার, মঞ্জুর আলম, মাস্টার মো. নাছির উদ্দিন ও সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি