চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি, ২০২২:
আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি দেয়া হলেও তা মানুষের মনে নেই। কিন্তু সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন পেনশনের ঘোষণা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। যা দেশের জনগণের ভাবনায় ছিল না। এতে জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ষাট ঊর্ধ্ব সব নাগরিকের জন্য পেনশন চালু করতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী বলেন, যারা নিবন্ধিত হবেন তারা আগামী ১০ বছর পর থেকে পেনশন সুবিধা ভোগ করবেন।
তিনি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠক শেষে প্রস্তাবিত পেনশন সুবিধার বিভিন্ন বিষয়ে সংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, আগামী ছয় মাস এক বছরের মধ্যে পেনশন সুবিধা চালু করা হবে। এর আগে আইন, বিধি ও কর্তৃপক্ষ তৈরি করা হবে। সূত্র: সংবাদমাধ্যম
Discussion about this post