চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি, ২০২২: নতুন জাতের ‘বিগ স্টোন’ টমেটো চাষে বাম্পার ফলন হচ্ছে চাষীদের। তারা কাক্সিক্ষত ফলনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে। বিগস্টোন টমেটোর আবাদ দেখলে কৃষকের মনও ভওে উঠে।
চকরিয়া এলাকার কৃষকরা বলেন, এবছর পরীক্ষামূলকভাবে নতুন হাইব্রিড জাতের টমেটো ’বিগ স্টোন’ চাষ করেছি। মাত্র ২০ শতক জমিতে বাম্পার ফলন হয়েছে। একটি গাছে প্রায় ১০ কেজি টমেটো ফলে। ছয়টি টমোটোতে ১ কেজি। চলতি মৌসুমে তিনি ২০ শতক জমি থেকে ৫০ হাজার টাকার টমেটো বিক্রির আশা করছেন তিনি।
কৃষকদেও সাথে কথা বলে জানা গেছে, নতুন জাতের বিগ স্টোন টমেটো বীজ অন্য বীজের তুলনায় উন্নতমানের। এ টমেটো চাষে অন্য সবজির মতো বেশি পরিমাণ সার ও কীটনাশক দিতে হয়না। টমেটো তোলার পরও টমেটো শক্ত থাকায় দেরি হলেও সমস্যা নেই। যে কারণে বিগ স্টোনে উৎসাহী কৃষকরা। এক কৃষক ইতিমধ্যে ৬০/৭০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন বলে জানান। ভালো মানের বীজ পেলে ভালো ফলন হচ্ছে। একটি টমেটো ওজনে ১৮০ কিলোগ্রাম পর্যন্ত হয়। যে কারণে বাজারে নতুন জাতের বিগ স্টোন টমেটো বীজের চাহিদা বেড়েছে।
ছবি> চেরি টমেটো
Discussion about this post