চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর, ২০২৫:
বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের লোকাল এক্সেসরিজ বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বিজিএমইএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র লোকাল এক্সেসরিজ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান বিজয় শেখর দাশ।
সভায় এক্সেসরিজের সমস্যা সমাধানে লোকাল এক্সেসরিজ এসোসিয়েশনকে সাথে নিয়ে কাজ করবে বলে জানায় বিজিএমইএ।
এতে বক্তব্য রাখেন- বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, লোকাল এক্সেসরিজ বিষয়ক স্থায়ী কমিটি পরিচালক ইনচার্জ এস.এম. আবু তৈয়ব, কমিটির কো-চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সদস্য- কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
এতে বক্তারা বলেন, দেশের তৈরি পোশাকশিল্পে লোকাল এক্সেসরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। প্রতিনিয়ত আরএমজি সেক্টরের নতুন নতুন চ্যালেঞ্জ উদ্ভব হচ্ছে। এরমধ্যে লোকাল এক্সেসরিজ নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লোকাল এক্সেসিরজ এসোসিয়েশনকে বিজিএমইএ’র সহযোগী অংশীদার হিসেবে নিয়ে লোকাল এক্সেসরিজের সমস্যাগুলো চিহ্নিত করবো এবং এসব সমস্যা সমাধানে যৌথভাবে উদ্যোগ নেব।
বক্তারা আরও বলেন, দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য আমাদের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। সাপ্লায়ার কর্তৃক এক্সেসরিজের ওজন ও পরিমাণগত সমস্যার কারণে নিরীক্ষা কার্যক্রমে কাস্টমস-বন্ড সংক্রান্ত জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বর্তমানে পোর্ট চার্জ ও বৈশ্বিক খরচ হ্রাস করার জন্য লোকাল এক্সেসরিজ ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বিজ্ঞপ্তি
ছবি:চট্টগ্রামের লোকাল এক্সেসরিজবিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ