চট্টগ্রাম,২৬ মার্চ, ২০২২:
১৯৭১ সালের মুক্তযুদ্ধের সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ ২৬ মার্চ চট্টগ্রাম সহ সারাদেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার প্রত্যুষে রাজধানীতে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে এবং বিউগলে করুন সুর বেজে উঠে। পরে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর পর একে একে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ, তিন বাহিনীর প্রধানগণ পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে।
চট্টগ্রামে ২৬ মার্চের ভোরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে শহীদ মিনারের পাদদেশে সকাল ৬ টায়
বিউগলের সুরে চট্টগ্রাম মহানগর পুলিশ রাষ্ট্রীয় সালাম জানিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানায়। অতঃপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
সকালে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মহানগর পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, টুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল , চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর , খাদ্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণি সম্পদ, পাসপোর্ট, বিটিসিএল, পরিবার পরিকল্পনা সহ অন্যান্য সরকারি, আধা সরকারি দপ্তর সমূহ, স্বেচ্ছাসেবি উন্নয়ন সংগঠন সমূহ, চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনসমূহ।
এ সময় স্ব স্ব প্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ সহ অন্যান্যরা পুস্পস্তবক প্রদানে নিজ নিজ প্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন।
এছাড়া চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে ৭১ এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে।
এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের স্টুডিওতে কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের প্রতিটি গ্রাম পুড়িয়েছে, গ্রামে গ্রামে হত্যাযজ্ঞ চালিয়েছে। ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে আর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্থবহ করে তুলতে হবে।
তারা আরো বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। এজন্য আমাদের প্রত্যেককে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। নিজেদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। তাহলে জাতির পিতার সোনার বাংলা গড়ে উঠবে। স্বাধীনতা অর্থবহ হবে।
আলোচনা সভার আগে সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা কর্মচারিরা জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের নেতৃত্বে ২৬ মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করেন। ছবি: সংগৃহীত
Discussion about this post