চট্টগ্রাম, ১০ মে, ২০২২:
টানা গত ২০ দিনে দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় মাত্র ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৫ জন। এখন পর্যন্ত ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এক দিনে ৭ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে এই ২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ঢাকার, একজন চট্টগ্রাম, তিনজন কুমিল্লা, দুইজন বগুড়া, একজন রংপুর, দুইজন খুলনা, দুইজন কুষ্টিয়া এবং তিনজন সিলেট জেলার বাসিন্দা।
নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ৪০ শতাংশ ছিল। এ মাধ্যমে দেশে শনাক্ত রোগীর মোট সংখ্যা হল ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন। এরমধ্যে গত ২০ দিন আগে মোট মৃত রোগী ছিলে মতই ২৯ হাজার ১২৭ জন। দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছিল ২০২০ সালের ১৮ মার্চ। একই বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। দেশে সব্বোর্চ ২৬৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট।
অন্যদিকে বিশ্বে ৫১ কোটি ৮০ লাখের বেশি মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছে ৬২ লাখ ৫৩ হাজারের বেশি রোগী।