চট্টগ্রাম, ১০ মে, ২০২২:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বিদেশ যাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মো. গিয়াস উদ্দিন। আজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
তথ্য মতে, ব্যক্তিগত সফরে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকায় উদ্দেশ্যে যাত্রা করেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র রেজাউলের মালয়েশিযা যাওয়ার কথা রয়েছে। তিনি ঢাকা থেকে সন্ধ্যায় মালয়েশিয়ার পথে রওনা করবেন।
যাত্রার প্রাক্কালে মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, এসরারুল হক, সংক্ষিত কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেয়র রেজাউল করিম চৌধুরী মালয়েশিয়া সফর শেষে আগামী ২৪ মে দেশে ফিরবেন বলে জানানো হয়।
এদিকে আজ মঙ্গলবার বিকালে মো. গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মকর্তা-কর্মচারী সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
Discussion about this post