চট্টগ্রাম, ৩১ মে, ২০২২:
বৈশ্বিক মহামারি করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এই বছর ঐতিহ্যবাহী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে আজ থেকে। আজ বিকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২৯তম এই বাণিজ্যমেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
উদ্বোবোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের গেটওয়ে। হাজার বছর ধরে চট্টগ্রামের এই ঐতিহ্য। এমন চট্টগ্রামকে আরো গুরুত্ব দেওয়া দরকার। বন্দরকে আরো যুগোপযোগি করে এর আমদানি রপ্তানি বাড়াতে হবে। সক্ষমতাও বাড়াতে হবে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যার ১ ঘণ্টা পর জয়বাংলা শ্লোগান বদলে ফেলা হল। কি অপরাধ ছিল জয়বংলা শ্লোগানের। তার মানে তারা পাকিস্তান চেয়েছে। কিন্তু সেই পাকিস্তানের চেয়ে আমাদের অর্থনীতির ৪০ গুণ ভালো। উন্নয়ন অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। দেশে যে উন্নয়ন অগ্রগতি দেখছেন এগুলোও সত্য। এগুলো বিশ্বাস করতে হবে। এসব মিথ্যা নয়।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এম এ লতিফ এমপি, চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এছাড়া চট্টগ্রাম চেম্বার, মেলা কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
১৯৯৩ সাল থেকে দেশিয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম আন্তর্জ াতিক বাণিজ্যমেলা আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স
এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এ বছর আবার নতুন উদ্যোমে মেলাটি আয়োজন করছেন চেম্বার নেতৃবৃন্দ। পলোগ্রাউন্ড মাঠের ৪ লক্ষ বর্গফুটের বিশাল জায়গাজুড়ে এই মেলায় ১৭টি প্রিমিয়াার প্যাভিলিয়ন, ৩৩ টি প্রিমিয়ার স্টল, ৯৯ টি গোল্ড স্টল, ৪৮ টি মেগা স্টল, ১৪টি ফুড স্টল, ২ টি আলাদা জোন নিয়ে ৩৭০ টি স্টলে ৩১০টি বেশি প্রতিষ্ঠন অংশগ্রহণ করছে এই মেলায়।
েএবারের মেলায় নিজস্ব পণ্য নিয়ে আসছে ভারত, থাইল্যান্ড ইরান। যেখানে তাদের স্টলগুলোতে তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
মেলায় সাধারণ দর্শক- ক্রেতাদের জন্য টিকটের মূেল্য ১৫ টাকা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
সম্পূর্ণ ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকবে পুরো মেলা। সবার জন্য এই ওয়াইফাই। মেলায় ১২, ৩২০ বর্গফুটের একটি ওপেন প্লাজা রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য এবার ৩০০০ বর্গফুটের বিনোদন কেন্দ্র রাখা হচ্ছে। আর প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্য ন্ত ছাত্রদের জন্য বিনামূল্যে ৫লাখ টিকিট দেওয়া হবে।
Discussion about this post