চট্টগ্রাম, ১ জুন, ২০২২
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের বর্ধিত সভা আজ বিকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।
উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগ চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক মো. আকবর আলী চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
বর্ধিত সভায় উপজেলা কৃষক লীগের বর্ধিত সভার তারিখ নির্ধারণ, আহ্বায়ক কমিটি গঠন ও কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আগামী সেপ্টেম্বরের মধ্যে জেলা সম্মেলন আয়োজন প্রসঙ্গে আলোচনা করা হয়। বক্তারা যথাসময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক সম্মেলন সম্পন্ন করার আহ্বান জানান।