চট্টগ্রাম, ২৮ জুন, ২০২২:
নগরীতে নবম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী আসামি মোঃ ফরহাদ মিয়াকে (১৯) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। একইসাথে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত ৩১ মার্চ ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় অপহরণ করে দুর্বৃত্ত মো. ফরহাদ মিয়া। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঝপ্তিতে জানায়, অপহৃত ছাত্র প্রতিদিন বাসা থেকে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে মোঃ ফরহাদ মিয়া নামের ওই যুবক তাকে প্রায়ই উত্যক্ত করত। বিষয়টি ভিকটিম তার বাবাকে অবহিত করলে ভিকটিমের বাবা উল্লেখিত যুবক মোঃ ফরহাদ মিয়াকে চিনতে পারে ও সম্পর্কে তার ভাগ্নে হয় এবং সে একজন ট্রাক চালক বলে জানায়। কারণ ফরহাদ মিয়ার বাড়ি আর ঈধহৃত ছাত্রীর পিতার বাড়ি ময়মনসিংহে। মোঃ ফরহাদ মিয়া ট্রাক চালক হওয়ায় বিভিন্ন সময় ভাড়া নিয়ে চট্টগ্রাম শহরে আসতা এবং সুযোগমত ভিকটিমকে স্কুলে যাতায়াতের সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ভিকটিম যদি তার প্রেমের প্রস্তাবে রাজি না হয় তাহলে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। বিষয়টি ভিকটিমের বাবা মোঃ ফরহাদ মিয়ার পরিবারকে জানালে ফরহাদের পরিবার থেকেও জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। এরমধ্যে
গত ৩১ মার্চ ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। মেয়ে স্কুল থেকে সময়মত বাড়ি ফিরে না আসায় ভিকিটমের মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তাৎক্ষণিক ভিকটিমের বাবা বাদি হয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় ওই দিন মোঃ ফরহাদ মিয়াসহ ৪ জনের নামে ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে মামলাটি রুজু হওয়ার পর থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত অপহরণকারীকে গ্রেফতারের জন্য র্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, মামলার ১নং আসামি মোঃ ফরহাদ মিয়া তার অন্যান্য সহযোগিদের সহায়তায় গত ৩১ মার্চ সকালে ভিকটিম স্কুলে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় এবং বর্তমানে তারা নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ডরগাঁও এলাকার একটি ভাড়া বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ২৭ জুন র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ডরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ফরহাদ মিয়া (১৯), পিতা- মফিজুল হক, সাং- ময়রা কালু সরকারের বাড়ি, থানা- পাগলা, জেলা- ময়মনসিংহকে আটক করে। র্যাবের জিজ্ঞাসাবাদে আসামি ফরহাদ অপহরণের কথা স্বীকার করে এবং তার হেফাজত থেকে ভিকটিমের বাবার সনাক্ত মতে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
এরপর আসামি ও উদ্ধারকৃত ওই ছাত্রীকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post