চট্টগ্রাম, ৭ জুলাই, ২০২২:
চট্টগ্রাম নগরীতে প্রধান দুটি ঈদ জামাতের মধ্যে একটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে। অপরটি অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে।
পবিত্র ঈদুল আযহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮ টায় অনুষ্ঠানের কথা জানিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি। ৩ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বৃহস্পতিবার, ৭ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭.৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮.৪৫ মিনিটে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। লালদীঘি সিটি কর্পোশেন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়াও নগরীতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৭টায় হযরত শেখ ফরিদ (রা:) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এবং ৪১ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ অথবা ঈদগায়ে অনুষ্ঠিত হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ জামাতে অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সভায় স্বাগত বক্তব্যে কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম আসন্ন ঈদুল আযহা নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসনের নিজস্ব তহবিল হতে ঈদুল ফিতর নামাজের প্যান্ডেল, ত্রিপল ও ফ্যানসহ সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনায় মুসল্লীরা নামাজ আদায়ের ব্যবস্থা করার সিদ্ধান্তে জেলা প্রশাসক ও কমিটির সভাপতিকে এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। গত ঈদুল ফিতরের নামাজে অসংখ্য মুসল্লী উপস্থিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ বারের ঈদের প্রধান ঈদ জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যয় বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আযহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গত ঈদুল ফিতর ২০২২ এর আয়-ব্যয় হিসাব পেশ করেন কমিটির ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান এবং উক্ত হিসাব উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি অনুমোদন করেন।
সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, প্রতিবারের ন্যায় এবারও জেলা প্রশাসন এবং ঈদ জামাত কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ঈদের নামাজের ব্যবস্থা করা হবে। যথাযোগ্য মর্যাদার সাথে আসন্ন ঈদুল আযহা নামাজ আদায়ের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি অতীতের ভুলত্রুটি পর্যবেক্ষণপূর্বক নির্ধারণ করার জন্য সংম্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, মো. দস্তগীর আলম নসু, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, মো. আশরাফুজ্জামান আশরাফ, মীর ফজলে আকবর শাহজাহান, টি. এম মাহবুব প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ, কাজী মো. আশেকে এলাহী, ইরফান আলী ভূঁইয়া, মো. ইরশাদ আলী ভূইয়া, জামাল উদ্দিন জেলা নাজির, মাওলানা আবদুল মাবুদ, অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, মওলানা হাবিবুল্লাহ, জয়নাল আবেদীন, মো. সিরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান, ডা. এস এম রবিউল হোসাইন, জামাল উদ্দিন সিকদার, মুফতী মো. নুরুন্নবী, মো. আকরাম, জয়নাল আবেদীন, এস এম আবু ইউসুফ, মো. সালাউদ্দিন, এড. মো. এহসানুল হক মিলন, আবদুল্লাহ জোবাইয়ের, মো. আশিক, হাফেজ মো. ফজলুল কাদের, ডা. মো. ইসমাইল, সোয়েব আহম্মেদ, মো. এরশাদ, মো. শফি, মো. সুমন প্রমুখ। সভাশেষে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান ঈমাম বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। বিজ্ঞপ্তি