চট্টগ্রাম, ১০ জুলাই,২০২২:
ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা। সামর্থ্যের মধ্যে পশু জবাই দিয়ে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা হলেও প্রত্যেক মুসলমান এদিন চেষ্টা করে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে পবিত্র ঈদুল আযহার মর্মার্থ সার্থক করে তুলতে। সেই আলোকে আজ রবিবার সকালে সারাদেশে সবাই এক ঈদগাহে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি। এর মাধ্যমে শুরু শুভ ঈদুল আযহা। সকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ জামাতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম নগরে বসবাসকারীরা সকল শ্রেণি -পেশার মুসলমানগণ।
চট্টগ্রাম নগরীতে প্রধান দুটি ঈদ পবিত্র ঈদুল আযহার ঈদ জামাতের মধ্যে একটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে। অপরটি অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। আজ সকালে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদ জামাতের শুরু হয় সকাল ৭.৪৫ মিনিটে। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮.৪৫ মিনিটে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।
পবিত্র ঈদুল আযহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।এ বারের ঈদের প্রধান ঈদ জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যয় বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করেন।
ঈদের নামাজে সকলে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তির জন্যও প্রার্থনা করেন। কল্যাণ কামনা করা হয় মুসলিম উম্মাহ ও মানবজাতির।
অন্যদিকে করোনা সংক্রমণের মধ্যে ২০২০ ও ২১ সালের পর এবছরই সকল মানুষের সাথে রাজনীতিবিদ ও অন্য সাধারণ মুসল্লীরা এককাতারে আবার ঈদুল আযহার নামাজে সারিবদ্ধ হলেন।
জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাধারণ মুসল্লীরা ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সকলে পরস্পরের সাথে কোলাকুলি করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।
এছাড়া লালদীঘি সিটি কর্পোশেন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এছাড়াও নগরীতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৭টায় হযরত শেখ ফরিদ (রা:) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবর স্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এবং ৪১ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ অথবা ঈদগায়ে অনুষ্ঠিত হয়।
কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আযহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্তে নামাজ পরিচালনা ও সকলে ঈদের নামাজ আদায় করেন।
Discussion about this post