চট্টগ্রাম, ২০ জুলাই, ২০২২:
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের আজ বুধবার, ২০ জুলাই সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট জনগণ দিচ্ছে না। ভোট দিবেন পার্লামেন্ট সদস্যরা। সংকটকালে দ্রুততার সঙ্গে নেতা নির্বাচনের প্রয়োজন হওয়ায় বড় পরিসরে ভোটের আয়োজন বাদ দেওয়া হয়েছে। এই নির্বাচনে যিনি বিজয়ী হবে তিনি পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাসের স্থলাভিষিক্ত হবেন।
গোটাবায়া গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছিলেন গণবিক্ষোভের মুখে। এ সময় তার প্রাসাদে ঢুকে বিক্ষোভকারীরা সবকিছু তছনচ করে। আজ ত্রিমুখী প্রতিযোহিতায় বিজয়ী প্রেসিডেন্ট দেউলিয়া শ্রীলঙ্কা রাষ্ট্রের দায়িত্ব নেবেন। যে দেশের ২২ মিলিয়ন মানুষ খাদ্য, জ্বালানী এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে রয়েছে।
আজকের নির্বাচনে তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে রয়েছেন-ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে, রাজাপক্ষেদের দল শ্রীলঙ্কা পদুজনা পেরামুনার (এসএলপিপি) নেতা দুলাস আলহাপেরুমা এবং বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) নেতা অনুঢ়া কুমারা দিসানায়েকে।
বিশ্লেষকরা তিন প্রার্থীর মধ্যে রনিল বিক্রমাসিংহেকে এগিয়ে রেখেছেন। বিক্রমাসিংহে, ছয় বারের প্রধানমন্ত্রী, গত সপ্তাহে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীন গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর। রনিল বিক্রমাসিংহে এগিয়ে থাকলেও এখন ফলাফল অনেক বেশি অনিশ্চিত।
আজকের নির্বাচনে বৈধ ভোটের এক-তৃতীয়াংশের বেশি ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে। যদি কোনো প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পায় তখন সবচেয়ে কম ভোট পাওয়া একজনকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে এবং শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার জন্য আইন প্রণেতাদের পছন্দ বিবেচনা করা হবে।
তবে আশা করা হচ্ছে- যিনি নির্বাচিত হবেন ১৯৪৮ সালের স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে পড়া দেশটিকে তিনি সঙ্কট থেকে বের করে আনবেন। সংবাদ সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম
Discussion about this post