চট্টগ্রাম, ০৩ আগস্ট, ২০২২:
দুর্নীতি দমন কমিশন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রামের উদ্যোগে আজ সকালে চমেক হাসপাতালের শাহ আলম বীরোত্তম মিলনায়তনে গণশুনানির আয়োজন করা হয়।
এই উপলক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক এর কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান।
তিনি বলেন, দুদক সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্য নিয়ে কাজ করছে। জিরো টলারেন্স টু করাপশন নীতিতে আমাদের সফল হতে হবে। এটা অর্জন না করা পর্যন্ত আমরা কখনো পিছপা হব না। এজন্য দুর্নীতি দমন কমিশনের কর্ম পরিধি ও সক্ষমতা বাড়ানো হচ্ছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, দুদক মহাপরিচালক একেএম সোহেল, সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়, দুদক পরিচালক হাসান মাসুদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রামের সভাপতি মনোয়ারা হাকিম আলী সহ দুদক’ এর কর্মকর্তাবৃন্দ।
পরে গণ শুনানিতে সরকারি, বেসরকারি দপ্তর ও কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি করা হয়। শুনানি পরচালনা করেন দুদক মহাপরিচালক একেএম সোহেল ও শুনানির সিদ্ধান্ত প্রদান করেন দুদক এর কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান।