চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০২২:
দৈনিক ৯০ কোটি লিটার পানি উত্তোলনের লক্ষমাত্রা নির্ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পানি সরবরাহের ব্যবস্থা হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী থেকে। এর আগে চট্টগ্রামের হালদা নদী সহ কাছাকাছি নদী ও জলাশয় থেকে পানির সংস্থান নিশ্চিত করতে চেয়েছিল কর্তৃপক্ষ। আর এখন পানি আসবে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদী থেকে। এজন্য অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির (সিসিইএ) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দিয়েছে। গত ৩১ আগস্ট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।এ প্রকল্প বাস্তবায়নেপাঁচ থেকে সাত বছর সময় লাগবে ।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-জি টু জি প্রক্রিয়ায় মেঘনা নদী হতে পানি পরিশোধনপূর্বক সরবরাহ’ প্রকল্পটি মেঘনা-পদ্মা-ডাকাতিয়া নদীর সংযোগ স্থল থেকে শুরু হবে। সেখান থেকে ১৩২ কিলোমিটার পাইপ লাইন নির্মাণ করতে হবে। তথ্যমতে, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একর জমিতে অবস্থিত এ শিল্পনগরে দৈনিক পানির চাহিদা প্রক্ষেপণ করা হয়েছে প্রায় ১০১৩ মিলিয়ন লিটার। চট্টগ্রাম ওয়াসার এমডি একেএম ফজলুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, সিসিসিই কমিটি থেকে নীতিগত অনুমোদনের পর এই প্রকল্পের ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হবে।ফিজিবিলিটি স্ট্যাডি শেষে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য পিপিপি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।কোরিয়ান কোম্পানি-তাইইয়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন হবে। সে অনুযায়ী দুটি শোধনাগারের মাধ্যমে ১৩২ কিমি দূরের বঙ্গবন্ধু শিল্পনগরে এই দীর্ঘ পাইপলাইনে বুস্টিং স্টেশন নির্মাণ করতে হবে দুই থেকে তিনটি। এজন্য বঙ্গবন্ধু শিল্পনগরেও ২০ কিলোমিটার বিতরণ লাইন স্থাপন করতে হবে।
প্রস্তাবিত এ প্রকল্পে পানি সরবরাহে যুক্ত হবে হাজিগঞ্জ, লাকসাম, ফেনী, বারৈয়ারহাটসহ কয়েকটি এলাকা। এলাকাগুলোতে প্রায় ৪৫ কোটি লিটার পানি সরবরাহেরও পরিকল্পনা আছে ওয়াসার।বঙ্গবন্ধু শিল্পনগরে যাবে বাকি ৪৫ কোটি লিটার পানি । ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহ
Discussion about this post