চট্টগ্রাম, ৯ সেপ্টেম্বর, ২০২২:
চট্টগ্রাম জেলার বাঁশখালী থেকে জলদস্যু জসিম বাহিনীর প্রধান জসিম ডাকাত এবং ট্রিপল মার্ডারার বুতা ডাকাতসহ ৩ জন জলদস্যুকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাঁশখালীতে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তারা। তখন বাঁশখালী থানার নাপোড়া এলাকার বাঁশখালী-পেকুয়া রোডস্থ একটি কলেজের পাশে পাকা রাস্তার উপর একত্রিত হয়ে সলাপরামর্শ করছিল ডাকাতরা। গতকাল ৮ সেপ্টেম্বর একটার দিকে র্যাবের একটি আভিযানিক দল জায়গায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সরলের মৃত দানু মিয়ার পুত্র মোঃ জসিম (৩৫), মৃত আমির হোসেনের পুত্র আব্দুল মাবুদ (৫২), মোঃ ওসমান গনি (২৫)। পরবর্তীতে তাদের তল্লাশি করে ৫টি ওয়ান শুটার গান এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।
আসামিরা পরস্পরের যোগসাজশে জব্দকৃত অস্ত্র¿-গুলি দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করত তারা। তারা পরস্পর যোগসাজসে অপরাধমূলক কর্মকা- করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে গ্রেপ্তারের পর তারা অকপটে স্বীকার করে র্যাবের কাছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় সস্ত্রাসী, ডাকাতি, দুর্ধষ চাঁদাবাজী, হত্যা, হত্যাচেষ্টা এবং অপহরণকারী সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post