চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২২:
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেছেন, আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে। ২০২৫ সালে বে টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হবে।
২১ সেপ্টেম্বর, বুধবার বেলা ১১ টায় শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে বে টার্মিনাল নির্মাণের জন্য নিয়োজিত কনসালটেন্ট প্রতিষ্ঠান কোরিয়ার মেসার্স কুনহুয়া ডিওয়াই জেভি কর্তৃক তৈরিকৃত মাস্টার প্ল্যানের উপর স্টেক হোল্ডার, বন্দর ব্যবহারকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৬ কিমি দূরে পতেঙ্গা হালিশহরের রিংরোড ঘেঁষে সাগরপাড়ে নির্মিত হবে চট্টগ্রাম বন্দর থেকেও কয়েকগুণ বড় এই বে টার্মিনাল। যে কোনো আধুনিক বন্দরের সমপর্যায়ের এই বে টার্মিনালটি চট্টগ্রাম বন্দরকে বিশ্ব দরবারে নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করবে। বে টার্মিনালে ১৪ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। অপেক্ষা করতে হবে না জোয়ারের জন্য। বে এই টার্মিনালে থাকবে দুটি কন্টেইনার টার্মিনাল ও অন্য একটি মাল্টিপারপাস টার্মিনাল।
এ টার্মিনালে জেটি থাকবে ৬টি। বাকি দুটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। বে-টার্মিনালে মোট ১৩টি জেটি থাকবে। এ টার্মিনালে মাল্টিমোডাল কানেকটিভিটি সুবিধা থাকবে।
বে-টার্মিনালে একটি ১২২৫ মিটার দীর্ঘ কনটেইনার টার্মিনাল, একটি ৮৩০ মিটার দীর্ঘ কনটেইনার টার্মিনাল ও একটি ১৫০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস টার্মিনাল নির্মিত হবে। এই তিন টার্মিনালের মোট দৈর্ঘ্য ৩ দশমিক ৫৫ কিলোমিটার।
এটি চালু হলে বন্দরে আমদানি রপ্তানির গতি বাড়বে। পাশাপাশি উন্মোচিত হবে নতুন কর্মসংস্থানের দ্বারও।
বে টার্মিনাল নির্মাণে মাস্টার প্ল্যানের আগে সম্পন্ন করা হয়েছে কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত সমীক্ষা। আজ মাস্টার প্ল্যানের বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রেলওয়ে, ওয়াসা , স্থানীয় জনপ্রতিনিধি, বন্দর ব্যবহারকারী ও আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসায়ি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ।
চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন, আমরা যে মাস্টারপ্্যান করেছি তা চূড়ান্ত করার আগে আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের মতামত সমন্বয় করে মাস্টার প্ল্যান চূড়ান্ত করা হবে। এই বে টার্মিনাল নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প।
তিনি বলেন, বে টার্মিনাল নির্মাণকাজের ঠিকাদার চূড়াšন্ত হবে ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর প্রকল্পের ডিটেইল প্রজেক্ট প্ল্যান চূড়ান্ত করে নির্মাণকাজ শুরু হবে।
মত বিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, মাস্টার প্ল্যান প্রণয়ণকারী কোরিয়ান প্রতিষ্ঠান মেসার্স কুনহুয়া ডিওয়াই জেবির কর্মকর্তাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post