চট্টগ্রাম,২২ সেপ্টেম্বর, ২০২২:
হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী হোটেল। শুধু চট্টগ্রামে নয়, চট্টগ্রামের বাইর থেকে আসা দেশের অভিজাত ভ্রমণকারীদের প্রথম পছন্দের হোটেলও এটি। আর দেশে নয়, চট্টগ্রামে ভ্রমণকারী বিদেশিদের কাছেও অতি প্রিয় ছিল এই হোটেল।
হোটেল ব্যবসার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করে হোটেলটির বোর্ডারদের যথাযথ সেবা ও থাকা –খাওয়ার মান নিশ্চিত করেই দেশে বিদেশে জনপ্রিয়তা অর্জন করেছিল। অন্যদিকে চট্টগ্রামের মানুষের মুখে মুখেও ছড়িয়ে পড়ে হোটেলটির নাম।
এটি জনপ্রিয় হয়ে উঠার কারণ তুলে ধরে হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী বলেন, প্রাকৃতিক পোতাশ্রয়ে গড়ে ওঠা চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের আমদানি- রপ্তানি বাণিজ্যের মূল চালিকা শক্তি। কিন্তু থাকা-খাওয়ার অসুবিধার কারণে পর্যটক ও ব্যবসায়ীরা চট্টগ্রামে আসতে চাইতেন না। দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়িদের চট্টগ্রামের প্রতি বিশেষ টান থাকা সত্ত্বেও তারা চট্টগ্রামে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না।
তিনি বলেন, দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে তাদের চট্টগ্রাম ভ্রমণের অসুবিধা দূর করতে আমার মরহুম বড় ভাই সবদার আলী বাণিজ্যিক এলাকা আগ্রাবাদেই সকল প্রকার আধুনিক সুবিধা সম্বলিত একটি আবাসিক হোটেল গড়ে তোলেন এবং সুনাম ও সফলতার সাথে পরিচালনা করেন।
মূলত এইচ এম হাকিম আলী যেমনটি বলেছেন বিষয়টা ঠিক সেরকমই। আধুনিক ব্যবস্থাপনা ও মানের দিক থেকে এ হোটেল চট্টগ্রামে একটি অনন্য উদাহরণ। চট্টগ্রামের ঐতিহ্যের অংশ এখন এই হোটেল। এটিই চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল দাবি করে তিনি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর, শনিবার গৌরবময় পথ চলার ৫০বছর পূর্ণ করবে চট্টগ্রামের ঐতিহ্য ও কৃষ্টির সাথে একাকার হয়ে থাকা হোটেল আগ্রাবাদ। চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল আগ্রাবাদ ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ঐতিহ্যবাহী হেরিটেজ হোটেলের ৫০ বছর পূর্তি উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করবে আকর্ষণীয় ফ্যাশন শো। এছাড়া থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ও পণ্য নিয়ে মেইড ইন চট্টগ্রাম শিরোনামে দিনব্যাপী প্রদর্শনী।
শনিবার দিনব্যাপী রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান, আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী থাকবে হোটেল আগ্রাবাদে। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভিাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে।
৫০ বছর পূতি অনুষ্ঠানের প্রথম দিনে আজ বৃহস্পতিবার বিকালে হোটেলটির সকল কর্মকর্তা, কর্মচারী ‘হোটেল আগ্রাবাদ’-এর প্রতিষ্ঠাতা মরহুম সবদার আলীর কবর জেয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করেন। কাল শুক্রবার বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
Discussion about this post