চট্টগ্রাম, ৮ অক্টোবর, ২০২২:
আগামীকাল ১২ রবিউল আউয়াল, ৯ অক্টোবর, রবিবার মুসলিম উম্মাহর পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-এ মিলাদুন্নবী(দ.)। চট্টগ্রাম সহ সারাদেশ ব্যাপি দিবসটি পালনে তাদের সংগঠনগুলো নানা কর্মসূচী হাতে নিয়েছে। এরমধ্যে বড় কর্মসূচিটি হচ্ছে জশনে জুলুস উদযাপন। বিশেষ করে কাল সকালে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জশনে জুলুসের র্যালি প্রতিবছরের ন্যায় নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ঈদ এ মিলাদুন্নবী পালন করবে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জুলুসটি নগরীর ষোলশহর খানকাহ-এ আলিয়া কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া (আলমগীর খানকাহ) থেকে বের হবে। আওলাদে রাসূল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ) এ জুলুসে নেতৃত্ব দিবেন। এছাড়া আওলাদে রাসুল আল্লামা পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ, শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশিম শাহ জুলুসে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরামসহ মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বড় জুলুশ ছাড়া রয়েছে বিভিন্ন সংগঠনের- কোরআনখানি, খতমে বুখারি, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, মিলাদ মাহফিল, জিকির, ওয়াজ-নছিহত, নবীজির (সা.) জীবন চরিতের উপর আলোচনা, বিভিন্ন স্থানে মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন ইবাদত-বন্দেগি।
ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে নগরীতে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটবে বিধায় তাদের সুষ্ঠুভাবে গমনাগমন ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতকরণের পাশাপাশি সুষ্ঠ ট্রাফিক কার্যক্রম পরিচালনার স্বার্থে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে নির্ধারিত স্থান ও রাস্তাসমূহে আগামীকাল ৯ অক্টোবর, রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এ ব্যাপারে আজ ৮ অক্টোবর, শনিবার উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিদের্শনাগুলো হচ্ছে-ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবীর প্রধান র্যালিটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল ও কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মোড়-গণি বেকারি মোড়-জামালখান মোড়- আসকারদীঘির পাড়-কাজিরদেউরি মোড়-আলমাস মোড়-ওয়াসা মোড় হয়ে জিইসি, ২নং গেইট-মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে শেষ হবে। এ কারণে নির্দিষ্ট মোড় ও স্থানগুলোতে আগামীকাল ৯ অক্টোবর রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যালি অভিমুখী সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা জানান, জশনে জুলুসের র্যালি চলাকালে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অলি খাঁ মসজিদ রোডের মুখ, তেলিপট্টি মোড়, চকবাজার থানা রোডের মুখ, সিজিএস স্কুল মোড়, প্যারেড কর্ণার, গণি বেকারি মোড়, জামালখান মোড়, নুর আহমদ সড়কের মুখ স্টেডিয়াম গোল চত্বর, আলমাস সিনেমা মোড়, এইচএস খান ফিলিং স্টেশন, পল্টন রোডের মুখ ও শিল্পকলা একাডেমি রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে র্যালি অভিমুখে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় র্যালি সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় সিএমপির নির্দেশনায়। একই সাথে উক্ত ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে বলে জানায়।
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় এ জুলুস বের হবে।
Discussion about this post