চট্টগ্রাম,৪ অক্টোবর, ২০২২:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের উদ্যোগে সোমবার, ৩ অক্টোবর নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে মমতার নগর স্বাস্থ্য কেন্দ্র-১ এর কার্যালয়ে দরিদ্র ও অতি দরিদ্রদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতার প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল করিম। এছাড়াও দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কার্ডের উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন মমতার সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ, উক্ত প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র -১ এর ক্লিনিক ম্যানেজার প্রমুখ। এর আগে প্রধান অতিথি হিসেবে মমতার নগর স্বাস্থ্য কেন্দ্র-১ এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন চসিক কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম।
দরিদ্র ও অতিদরিদ্র হিসেবে পারিবারিক স্বাস্থ্য কার্ডধারী সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, নিরাপদ প্রসব বা ডেলিভারি সুবিধা এবং জন্মনিয়ন্ত্রণকারী পিল, কনডম, প্রসবোত্তর সেবা সহ এ সংশ্লিষ্ট অন্যান্য স্বাস্থ্য সেবার সুবিধাসমূহ পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে চসিক কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান করার ক্ষেত্রে মমতা সুনামের সাথে কাজ করে আসছে। প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অতিদরিদ্রদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা সেবা আরও সহজভাবে অনগ্রসর জনগোষ্ঠীর ¬¬¬দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি
Discussion about this post