ভারতের পাঞ্জাব রাজ্যের কারাগারে কয়দিরা তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে দুই ঘণ্টা একান্তে সময় কাটাতে পারবে বলে অনুমতি দিয়েছে পাঞ্জাব রাজ্য সরকার।
কয়েদিদের মানসিক চাপমুক্ত রাখতে ও সমাজে তাদের পুনঃপ্রবেশ নিশ্চিত করতে একই সাথে যৌন সংসর্গকে অধিকার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কারা বিভাগের সিনিয়র কর্মকর্তা হরপ্রীত সাধু জানান।
২০১৯ সালে আইনজীবী অমিত সাহনি কয়েদিদের দাম্পত্য সম্পর্ক তাদের মৌলিক মানবাধিকার দাবি করে দিল্লি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। তবে এই পিটিশনের শুনানি এখনো চলছে।
তবে পাঞ্জাব সরকারের যৌন সংসর্গের অনুমোদন যেসব কয়েদির আচার-আচরণ সন্তোষজনক তাদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে ৫০০ জনকে এই সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া আবেদন পড়েছে প্রায় ১০০০ কয়েদির। রাজ্যর টার্ন জেলার গোইন্দাল কারাগারে এই সুযোগ প্রথম দেওয়া হয়েছে।
পাঞ্জাব রাজ্যের ২৫ টি কারাগারের ৩ কারাগারে এই সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া আরো ১৭ টি কারাগারে কয়েদিদের এই সুযোগ দেওয়া হবে। তবে অন্য কারাগারগুলো ছোট হওয়ায় এই সুবিধা সেগুলোতে থাকবে না।
পাঞ্জাব রাজ্য সরকার বলেছে, কারাগারে যেসব বন্দী, তাদের প্যারোল ছাড়াই কারাগারে দাম্পত্য সাক্ষাতের অগ্রাধিকার পাবে। তবে সংঘবদ্ধ দুর্বৃত্তচক্রের সদস্য, সন্ত্রাসী, যৌন অপরাধী, পারিবারিক সহিংসতা ও শিশু নিপীড়নের আসামি, যক্ষ্মা, এইচআইভি বা যৌনবাহিত রোগাক্রান্ত আসামিরা। এছাড়া কারাগারে আচার-আচরণের বিষয়টাও বিবেচনায় থাকবে। সূত্র: ভারতীয় সংবাদ মাধ্যম, ছবি: সংগৃহীত