চট্টগ্রাম, ২ নভেম্বর, ২০২২:
চট্টগ্রাম থেকে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে। ২ নভেম্বর দুপুরে চট্টগ্রাম খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচার কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি নারীর সাহসী সত্ত্বার সূচনাকারী প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের যুববিদ্রোহে যে বীরত্ব প্রদর্শন করেছেন তাতে তিনি ভারতবের্ষে নারী জাগণের অগ্রদূত হিসাবে অমর। তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, সেটা চট্টগ্রাম তথা সারাদেশের গৌরব। তিনি চট্টগ্রামের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, প্রীতিলতার বীরত্বের প্রমাণ দিয়েছেন বাংলার নারীরা মুক্তিযুদ্ধে। যে কারণে লক্ষ লক্ষ মা-বোন সেদিন অস্ত্র হাতে নিয়েছে, সম্ভ্রমের পরোয়া না করে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছেন। আজকে বাঙালি নারীদের এই পথচলা আরও বেগবান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিণ আখতার, মানবতাবিরোধি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রাণা দাশগুপ্ত, প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। চট্টগ্রাম সরকারি খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা আক্তারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ।
১৯৩০ এর দশকের চট্টগ্রাম যুববিদ্রোহের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেখান থেকে মেট্রিক পাস করে তিনি ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে অনার্স পাস করেন। চট্টগ্রামে এসে শিক্ষকতার পাশাপাশি ভারতের স্বাধীনতার লক্ষে মাস্টারদা সূর্যসেনের চট্টগ্রাম রিপাবলিকান আর্মিতে যোগ দেন। তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে, ব্রিটিশদের গুলিতে আহত হবার পর সাথে রাখা সায়ানাইড বিষ খেয়ে জীবন উৎসর্গ করেন।
কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ১ ঘণ্টা ৪৫ মিনিটের এই সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ। আজকে প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে খাস্তগীর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ৫০ শতাংশ ডিসকাউন্টে সিনেমার টিকিট বিতরণ করেছেন সিনেমার পরিচালক। তিনি এই সিনেমাটি চট্টগ্রামের ছাত্রছাত্রীদের দেখার জন্য আরও ৫০ হাজার ডিসকাউন্টের টিকিট বিতরণ করবেন বলে জানান।
সিনেমাটিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আরো আছেন- মনোজ প্রামানিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আগামী কাল থেকে দেশের বিভিন্ন জায়গায় ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচার কার্যক্রম চলবে বলে তিনি জানান।