চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২২:
চট্টগ্রামে যাতে কোনো অনাবাদি জমি পতিত না থাকে সেজন্য পদক্ষেপ নিতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৯ নভেম্বর দুপুরে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, এক ফসলি জমিগুলো দুই ফসলি চাষের ব্যবস্থা ও তৈলবীজ চাষের উদ্যোগ নেওয়া হবে।
এজন্য বীজ প্রদান, আর্থিক প্রনোদনা, যান্ত্রিক সহায়তা প্রদানের কথা বলেন তিনি। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আরো বলেন, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সকল পতিত, অনাবাদি ও খালি জায়গা পুষ্টি বাগানের আওতায় আনা হবে। চট্টগ্রাম থেকে প্রথম এই উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, জমি পর পর তিন বছর অনাবাদি থাকলে তা খাস খতিয়ানে নিয়ে আসা হবে। এজন্য অনাবাদি, পতিত জায়গা লাল পতাকা দিয়ে চিহ্নিত করে খাস খতিয়ানে নিয়ে আসা হবে বলে তিনি জানান। এর আগে জমি চাষের আওতায় আনার জন্য প্রত্যেক উপজেলায় ইউএনও’কে নির্দেশনা দেওয়ার ঘোষণা ও পরিপত্র জারি করার কথা বলেন।
Discussion about this post