চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২২:
আজ রাতেই শুরু হচ্ছে বিশ^কাপ ফুটবলের মহারণ। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচের মধ্যে দিয়ে কাতারের আল বায়াত স্টেডিয়ামে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১০ টায়।
বিশ^কাপ ফুটবলের ২২ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে জমকালো। শুরু হবে আজ রাত ৮ টার পর থেকে। বিশ^কাপ ফুটবলের এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইন ইউরস টু টেক’- গাইবেন ববি যিনি অমেরিকান সঙ্গীত শিল্পী ডমিনিক লিল ববি। এছাড়া বলিউড সুপার স্টার নোরা ফাতেহি সহ অনেকেই পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। কোরিয়ান ব্যান্ড বিটিএস সঙ্গীত পরিবেশন করবেন বিশ^কাপের আসরে। জন জাংকুক গাইবেন দর্শক মাতানো গান। এছাড়া মরু সংস্কৃতির এক অনবদ্য উপস্থাপনা নিয়ে আসবেন স্থানীয় শিল্পীরা কাতারের আল খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে।
তবে আফ্রিকা বিশ^কাপে মন মাতানো পারফর্ম করা বিশ^ খ্যাত সঙ্গীত শিল্পী শাকিরা থাকছেন না অনুষ্ঠানে। নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপতারকা ডুয়া লিপা কাতার বিশ্বকাপের আয়োজনে থাকছেন না।
আজ ২০ নভেম্বর, রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, চলবে টানা ৪৫ মিনিট। অনুষ্ঠান শেষে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে হবে মাঠের লড়াই।
১৯৩০ সালে যার গোড়াপত্তন হয়েছিল ফুটবল লড়াইয়ের বিশ^ আসর। ২০২২ সালে এসে তা ২২তম আসরে গিয়ে ঠেকেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে এই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এক মহাযজ্ঞ। বিপুল ব্যয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের অবস্থান জানান দেওয়ার এটা একটা সুযোগ তাদের। আর এশিয়ায় দ্বিতীয়বারের মত আয়োজন এটা।
কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকট- লা’ইব। যার অর্থ ‘অতি দক্ষ খেলোয়াড়’। উদ্বোধনী অনুষ্ঠানের থাকবে মাসকটের প্রদর্শনীও। সঙ্গে থাকবে আতশবাজির ঝলকানি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নামবে কাতার ও দক্ষিণ আমেরিকার ইকুয়েডর দল। এর আগে ৩ বার মুখোমুখি হয়েছে তারা। এর মধ্যে দুই দলই একবার করে জিতেছে এবং অন্য ম্যাচটি ড্র হয়েছে। এজন্য ধারণা করা হচ্ছে- লড়াই সমানে সমানে হবে।
তবে কাতার সম্পর্কে অনেক নেতিবাচক সংবাদ এসেছে মিডিয়ায়। সেরকমই একটি খবর হচ্ছে- কাতার নাকি ইকুয়েডরের আট ফুটবলারকে কিনে নিয়েছে! বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিততে কাতার গোপনে ৭.৪ মিলিয়ন ডলার দিয়েছে ওই ফুটবলারদের। এর আগে পেট্রো-ডলারের বিনিময়ে কাতারের বিশ্বকাপ কিনে নেওয়ার কথাও শুনা গেছে।
তবে সবকিছু ছাপিয়ে চার বছরের প্রতীক্ষা শেষে কাতারের বিশ^কাপেই চোখ থাকছে প্রায় ৫ কোটি বিশ^বাসীর।
এবারের বিশ^কাপে শ্রেষ্ঠত্বের যে লড়াই শুরু হচ্ছে ৩২টি দেশের মধ্যে। কাতারের আটটি স্টেডিয়ামে হবে ৬৪টি ম্যাচ। ছবি: বিশ^কাপ ফুটবল ফিকশ্চার ও আল বায়াত স্টেডিয়াম, অনলাইন থেকে সংগ্রহ করা