চট্টগ্রাম, ২১ ডিসেম্বর, ২০২২:
গর্ভধারণের ছয় মাসের মাথায় একইসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী । ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমে তাসলিমা আকতার( ২৫) নামে ওই নারী কোনো সিজারিয়ান ছাড়াই ৬ সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৪ ছেলে ও ২কন্যা সন্তান। ওজন ছিল ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।
ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা বলেন, তাসলিমা আকতার নামের ওই প্রসূতির স্বামী দুবাই থাকেন। তাসলিমা আমার তত্ত্বাবধানে ছিলেন গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে।
৬ নবজাতকের পিতা প্রবাসী জাহাঙ্গীর আলম। তার বাড়ি নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের বুড়া পুকুর পাড়ের দুলা বাপের বাড়ি।
হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনি চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একই সাথে ৬ সন্তানের জন্ম দেওয়া মা সুস্থ আছেন। তবে দেড় ঘন্টা পর মৃত্যুবরণ করে সব শিশু।
এ ব্যাপারে প্রসূতি তসলিমার চা
চিকিৎসক বলেন,২/৩ টি সন্তান হলে হয়ত মা ও সন্তান সকলকে বাঁচানো যেত। কিন্তু ছয়টি সন্তান বাঁচানো ছিল কঠিন।
তিনি আরো বলেন, তাসলিমা আমার তত্ত্বাবধানে ছিলেন গর্ভধারণের সাড়ে তিন মাস থেকে। প্রথমেই তার পেট দেখে সন্দেহ হয়েছিল আমার। তারপর আল্ট্রা সনোগ্রাফি করি। তার পেটৃ ছয় সন্তান ধরা পড়ে। তখন তাদের অবস্থা ভালোই ছিল। পাঁচ মাসের মাথায় আবার আল্ট্রা করানো হয়। তখন দেখি একেক সন্তানের পজিশন একেক রকম। এই অবস্থায় তিনি আমার উপর ভরসা করে আমাকে ডেলিভারির দায়িত্ব দেয়। তারপর তাকে স্যালাইন পুশ করি। এরপর একে একে ছয় সন্তানের নরমাল ডেলিভারি হয়।
নাজিরহাট সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমের এমডি দিদারুল আলম বলেন, সন্ধ্যায় ৬টা ১৫মিনিটে তাসলিমা আকতার প্রথম সন্তান জন্ম দেয়ার পরপরেই ৬সন্তানের জন্ম দেন। প্রসূতি সুস্থ আছেন বলে তিনি জানান।
Discussion about this post