চট্টগ্রাম,২১ ডিসেম্বর, ২০২২:
সারাদেশে ১০০ টি সড়ক, মহাসড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১শ’টি সড়ক-মহাসড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার।
তিনি বলেন, ‘একইসঙ্গে আমরা এদেশের মানুষের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিভিন্ন সময় নানা বাধা বিপত্তি সত্ত্বেও তার সরকার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি আটটি বিভাগে অধিকাংশ রাস্তা নির্মাণ বা উন্নয়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ১০০টি মহাসড়কের মধ্যে ৯৯টি সরকারি তহবিল থেকে সম্পন্ন হয়েছে, বাকি একটি এবং ৭০ কিলোমিটার গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা মহাসড়ক পর্যন্ত ৬ হাজার ১৬৮ দশমিক ৮৩ কোটি টাকা ব্যয়ে চার লেনের কাজ সম্পন্ন হয়েছে এডিবি, ওপেক ও আবুধাবির তহবিলের আওতায় ‘ প্রধানমন্ত্রী এর আগে গত ৭ নভেম্বর সারাদেশের ২৫টি জেলায় ১০০টি সেতুর উদ্বোধন করেন।
উদ্বোধন করা রাস্তাগুলোর মধ্যে শুধু ৭০কিলোমিটার বিদেশি ঋণে কাজ হয়েছে। এ প্রকল্পের আওতায় দুই পাশে সার্ভিস লেন দিয়ে সড়কটি চার লেন করা হয়েছে। সড়ক ও মহাসড়কের একটি ২২ হাজার ৭৭৪ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক রয়েছে।
দেশের ৫০ জেলার ১০০টি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়, চামেলি হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০ জেলার ২০২১ দশমিক ৫৬ কিমি মহাসড়কের উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, এই সুবিধাগুলো যতটুকুই আপনারা পেয়েছেন, তাতে ’৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই পেয়েছেন। আর স্বাধীনতার পর সেই ’৭২ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার পথে যত সড়ক ও সেতু নির্মাণ ও পুনর্নির্মাণ করেছে এর বাইরে যারা ক্ষমতায় ছিল ’৭৫ পরবর্তী ২১ বছর এবং ২০০১ পরবর্তী ৬ বছরসহ প্রায় ২৯ বছর বা ৩০ বছর তারা দেশের জন্য কি করছে বা কতটুকু উন্নতি করেছে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কী করেছে দেশবাসী সেটা অন্তত একটু বিবেচনা করে দেখবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সড়কের সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন।
এরমধ্যে চট্টগ্রাম অঞ্চলের হাটহাজারী- ফটিকছড়ি -মানিকছড়ি- মাটিরাঙা- খাগড়াছড়ির ১৬০ কিমি ও বারৈয়ারহাট- হেঁয়াকো- ফটিকছড়ির ১৫১ কিমি এবং রাউজান ব্রাহ্মণছড়ি (শহীদ জাফর সড়ক) সড়ক উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম প্রান্তে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সওজ- চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।