চট্টগ্রাম, ২৪ অক্টোবর, ২০২২:
দশমবারের মত আওয়ামী লীগের সভাপতি হলেন জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ্ কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি হিসাবে শেখ হাসিনার নাম গোষণা করেন। আর তার সঙ্গে সাধারণ সম্পাদক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তিনিও টানা তৃতীয় বার সাধারণ সম্পাদক হলেন।
আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। প্রস্তাব সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগ নেতা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রস্তাব সমর্থন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বিকেল তিনটার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০ টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালে ১৩ তম সম্মেলন থেকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আসছেন শেখ হাসিনা। এরপর ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯, ২০১২, ২০১৬ ও ২০১৯ সালেও তাকে সভাপতি নির্বাচিত করে দল। এরপর এবার ২০২২ সালে তাকেই সভাপতি নির্বাচিত করা হয়েছে।
১৯৫৩ সাল থেকে শুরু করে ১৯৫৫, ১৯৫৭, ১৯৬৪, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭০, ১৯৭২, ১৯৭৪, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮ সালেরর ১২ তম সম্মেলনের পর টানা দশমবারও আওয়ামী লীগ শেখ হাসিনাকেই পুনরায় সভাপতি নির্বাচিত করেছে।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী চারবার, মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ দুইবার; এএইচএম কামারুজ্জামান, মহিউদ্দিন আহমেদ, সৈয়দা জোহরা তাজউদ্দীন, আবদুল মালেক উকিল ও সৈয়দা সাজেদা চৌধুরী একবার করে দায়িত্ব পালন করেন। ১৯৪৯ সালে যখন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠন করা হয় তখন সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক।
Discussion about this post