চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০২৩:
চট্টগ্রাম মহানগরীতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।নগরীর ৩১টি মোড়ে এগুলো নির্মাণ করা হবে। প্রকল্পটির কাজ শেষ হলে চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থায় আরও পরিবর্তন আসবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম টাইগারপাসের চসিক কার্যালয়ে আয়োজিত এক সভায় বলেছেন, আমি মেয়র হওয়ার পরপরই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বদলে দিতে চসিকের ইতিহাসের সর্বোচ্চ আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের মূল সড়কগুলো প্রশস্ত এবং জনবান্ধব হবে, হ্রাস পাবে যানজট।
ইতিমধ্যে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পরামর্শক প্রতিষ্ঠানের ফুটওভার ব্রিজের প্রস্তাবিত ডিজাইনের সাতটি ধরন পছন্দ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, ফুটওভার ব্রিজের পাশাপাশি দৃষ্টিনন্দন গোলচত্বর ডিজাইন করা হচ্ছে। প্রাথমিকভাবে সাতটি ডিজাইন পছন্দ করা হয়েছে। আরও কিছু দেখে চূড়ান্ত করা হবে।
প্রকল্পটির বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান ‘ডিজাইন প্লানিং এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড’ এর সাথে মতবিনিময় হয়েছে চসিকের। তারা জানিয়েছে, তারা ইতিমধ্যে প্রকল্পের জরিপ, ডিজাইন এবং সয়েল টেস্ট শুরু করেছে। প্রকল্পের অধীনে বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ রুবি সিমেন্ট এলাকায় ৬০০ মিটারের ওভারপাস, ৭৬২ দশমিক ৮৩ কিলোমিটার সড়ক সংস্কার, ৩৮টি ফুটওভার ব্রিজ, ১৪টি ব্রিজ, ২২টি কালভার্ট ও ১০টি গোলচত্বর নির্মাণ করা হবে।ফুটওভার ব্রিজের প্রস্তাবিত স্পট:
জিইসি মোড়ে ২টি, মুরাদপুর মোড়ে ১টি, ষোলশহর মোড়ে ১টি, ২নং গেটে ২টি, বহদ্দারহাট জংশনে ২টি, কাপ্তাই রাস্তার মাথার মোড়ে ১টি, অক্সিজেন জংশনে ২টি, পলিটেকনিক্যাল মোড়ে ১টি, লালখান বাজার মোড়ে ১টি, টাইগারপাস মোড়ে ২টি, দেওয়ানহাট মোড়ে ১টি, আগ্রাবাদ চৌমুহনী মোড়ে ১টি, বাদামতলী মোড়ে ১টি, নিমতলা মোড়ে ১টি, অলংকার মোড়ে ২টি, একে খাঁন মোড়ে ১টি, সাগরিকা মোড়ে ১টি, নয়াবাজার মোড়ে ১টি, সল্টগোলা ক্রসিংয়ে ১টি, সিমেন্ট ক্রসিং এ ১টি, কেইপিজেডে ১টি, কাঠগড় মোড়ে ১টি, রুবি গেটে ১টি, কুলগাঁও স্কুলের সামনে ১টি, সিটি গেটে ১টি, মনসুরাবাদে ১টি, এক্সেস রোডের মুখে ১টি, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের সামনে ১টি, আকবরশাহ মোড়ে ১টি এবং সানোয়ারা স্কুলের সামনে ১টি মোট ৩৮ টি ফুটওভার ব্রিজ হবে।
Discussion about this post