চট্টগ্রাম,১১ মার্চ, ২০২৩:
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার একটি স্বতন্ত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ ১১ মার্চ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সভাকক্ষে আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সাহেনা আক্তার, বিএমএ’ র সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান, চায়না অ্যামবেসির সেক্রেটারি শি চেন সহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও চায়না এমবেসির কর্মকর্তাগণ ।
চুক্তি স্বাক্ষরের আগে হাসপাতালটির নকশা ও হাসপাতাল এলাকা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। ৬ তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি চায়নার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে। একই সাথে প্রয়োজনীয় ফার্নিশিং ও যন্ত্রপাতি সরবরাহ করবে। নিজস্ব লোকবলের সমন্বয়ে হাসপাতাল পরিচালনা করবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্ন ইউনিটে তিনটি আধুনিক অপারেশন থিয়েটার থাকবে। ১০ টা আইসিইউ, ২৫ এইচডিইউ সহ আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সুবিধা পাবেন রোগীরা। এক মাসের মধ্যে সব কাজ শুরু হবে। আগামী ২২ মাসে এটি নির্মাণ সম্পন্ন হবে। চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল সংলগ্ন গোয়াছি বাগানে বার্ন ইউনিট নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর চায়না প্রতিনিধি দল ও চমেক হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, বার্ন ইউনিটটি কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বিভাগে তিন কোটি মানুষের যে হাহাকার ছিল যখন ম্যাসিভ বার্ন হত, অপ্রতুল চিকিৎসা হত বা আমরা সঠিক চিকিৎসা দিতে পারতাম না, সেই চিকিৎসা যখন আমরা দিতে পারব সবচেয়ে মডার্ন হসপিটালে, অবশ্যই এটা একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে আমাদের জন্য।
তবে চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের আগামী ১৩ মার্চ আরও একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম। এরপর শুরু হবে নির্মাণ কাজ।
Discussion about this post