চট্টগ্রাম,২১ এপ্রিল, ২০২৩:
আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। আর ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ…’
চাঁদ দেখার খবরে এই আনন্দধ্বনি বেজে উঠে সকল মুসলমানের মধ্যে।
হিজরি সালের রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সুতরাং আজ চাঁদ দেখা যাওয়ায় কাল শনিবার মহাখুশির ঈদ।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয়।
এই খবরে ঈদের আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে সারা দেশজুড়ে। ।
ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সংবাদ সম্মেলনে এসে সবার খুশির ঘোষণা দেন। এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
আজ চাঁদ দেখা যাওয়ায় রমজান মাস এবার ২৯ দিনে শেষ হল।
চাঁদ উঠার খবরে চারদিকে উৎফুল্ল মুসলমানরা বাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করে।
এভাবে প্রতিবছরের ন্যায় এবারও ফিরে এলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এক মাসব্যাপী কঠোর সিয়াম-সাধনা শেষে এক মহাআনন্দের বার্তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদ উল ফিতরকে উদযাপন পন করবে।
এবারের ঈদে গত তিন বছরের মত কোনো বাঁধাধরা নিয়মে আবদ্ধ থাকবে না। মুক্ত মনে মুক্ত অঙ্গণে ঈদ উদযাপন হবে। কারণ এবার কোনো মহামারির ভয় নেই,
তবে রমজারের শেষ দুই সপ্তাহ চৈত্রের শেষে ও বৈশাখের প্রথম সপ্তাহে তপ্ত দাবদহে পুড়ছে দেশ ও দেশের মানুষ। গত দশ বছরের রেকর্ড ভেঙ্গে এবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে ২১, ২২, ২৩ এপ্রিল হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় কালবৈশাখির দাপট দেখা চট্টগ্রামের কোথাও কোথাও।
ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ বাণী দিয়েছেন।
ইসলাম প্রবর্তিত আনন্দ-উৎসব ইহকালীন ও পরকালীন দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসলমানদের ঈদ নিছক উৎসবই নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। আল্লাহ রাব্বুল আলামীন রমজান মাসকে বিভিন্ন ধরনের নিয়ামতে ভরপুর করেছেন। এ মাসেই মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করা হয়েছে।
Discussion about this post