চট্টগ্রাম, ২৫ এপ্রিল, ২০২৩:
ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আজ থেকে শুরু হয়েছে। বিকালে আবদুল উদ্বোধন জব্বারের বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন আব্দুস সবুর লিটন।
ইতিমধ্যে লালদিঘির মাঠে কুস্তির টার্ফের চারপাশে বলীরা জড়ো হয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ৬০ জন বলী এসেছেন। তাদের কাজ থেকে পাঁচজনকে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। এছাড়া দ্বিতীয় রাউন্ডে গত বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। অর্থাৎ মোট আট জন কুস্তিগীর দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবেন।
Discussion about this post