চট্টগ্রাম, ২৬ এপ্রিল,২০২৩:
ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা আজ থেকে চট্টগ্রামের লালদিঘির মাঠে শুরু হয়েছে। বিকালে আবদুল জব্বারের বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি চসিক কাউন্সিলর জহর লাল হাজারির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুস সবুর লিটন। এছাড়া আয়োজক কমিটির কর্মকর্তা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আবদুল জব্বারের বলী খেলা বীর চট্টগ্রামের বিপ্লব ও
সংস্কৃতির প্রেরণা। আমাদের ঐতিহ্য। আমরা এখান থেকে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেরণা অর্জন করব।
বলী খেলায় প্রায় ষাট জন বলী প্রতিযোগিতায় অংশ নেন। দ্বিতীয় রাউন্ডে গত আসরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনজন, এবারের আসরের পাঁচজন সহ মোট আট জনের প্রতিযোগিতা থেকে সেমিফাইনাল এবং পরে ফাইনাল অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মোহাম্মদ শাহজালাল। রানার আপ হন তরিকুল ইসলাম জীবন।
Discussion about this post