চট্টগ্রাম, ২৬ জুলাই, ২০২৩:
চট্টগ্রামে আজ বুধবার সকাল পর্যন্ত দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এ বছর ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৫ জনে। এই সময়ের মধ্যে চট্টগ্রামে ১১১জন সহ ডেঙ্গু জ্বরে মোট ২৬৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য অনুসারে নতুন রোগীদের মধ্যে ১৩২৭ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা ঢাকার বাইরে দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ বছর সারাদেশে এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। দেশে ২০২২ সালে ২৮১ জন ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। ২০১৯ সালে রেকর্ড ১৭৯ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। যে বছর ডেঙ্গু আক্রান্ত সর্বাধিক মানুষ অর্থাৎ ১ লাখের বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
আজ চট্টগ্রামে আক্রান্ত ১১১ জন ডেঙ্গু রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী।
Discussion about this post