চট্টগ্রাম, ২৮ জুলাই, ২০২৩:
আজ সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮০.৩৯ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় এ বছর পাশের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ হাজার ১০৭টি বিদ্যালয়ের মোট ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। এদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩১৬ জন অর্থাৎ ছাত্রদের পাশের হার ৭৭.৭৫ শতাংশ ও ছাত্রী ৮৬ হাজার ৫০৩ জন অর্থাৎ ছাত্রীদের পাশের হার ৭৮,৭২ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে।
গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা মে মাসে শেষ হয়। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিল।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে উত্তীর্ণ ১ লাখ ২০ হাজার ৮৬ জন ছাত্রছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪ জন ছাত্র। ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী।
তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯৩ দশমিক ৮৪শতাংশ, মানবিকে ৬৫দশমিক ৪১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৮২ দশমিক ৬ শতাংশ পাস করেছে এ বছর।
সকালে নগরীর শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ফলাফলের এসব তথ্য উপস্থাপন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। এসময় শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, কুমিল্লয়ায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ।
Discussion about this post