চট্টগ্রাম, ২০ আগস্ট, চট্টগ্রাম:
কখনো কখনো চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় দেখা মেলে পাখির জটলা। গাছপালা আছে এমন গাছেই তারা জটলা বসায়।
বিশেষ কওে এমন জটলা সন্ধ্যার আগে আগে বেশ চোখে পড়ে। চট্টগ্রাম নগরীর কাটগড় মোড়ে চড়াইয়ের এমন জটলাই দেখা মিলেছে।
হয়ত সন্ধ্যা নামার পর পাখিগুলো ঘুমিয়ে পড়বে। কাকের দেখাে মিলে। তবে নগরের কাকের জটলা কমছে।
কোথাও কোথাও ইলেট্রিক তারে ডিশের তাওে দেখা মিলে জালালি কবুতরও। তবে এই ব্যস্ত নগর জীবনে এমন দৃশ্য দেখার সময় মানুষের হয় না। তবু এমন দৃশ্য ধরা পড়ে নগরের কোথাও কোথাও।
পাখিদের এমন দৃশ্য ধরা পড়েছে পোর্টসিটি লিঙ্কের সংবাদ কর্মীর ক্যামেরায়
Discussion about this post