চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২৩:
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে পূর্ণাঙ্গভাবে অনলাইন নিলাম সিস্টেম চালুর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে ক্রেতাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং অনলাইন নিলাম কার্যক্রমের সাথে তাদের অভ্যস্থ করে তুলতে হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে।
১০ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদে টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)-এর চা নিলাম কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিটিএবি আয়োজিত এ কর্মশালায় চা বাগান মালিক, ক্রেতা ও ব্রোকারগণ অংশগ্রহণ করেন।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, পূর্ণাঙ্গভাবে নিলাম চালুর বিষয়ে টিটিএবিসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম নিলাম কেন্দ্রে প্রতিটি নিলামে স্বল্পপরিসরে অনলাইনে চা নিলাম করা হচ্ছে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পূর্ণাঙ্গ অনলাইন টি অকশন চালু এখন সময়ের দাবি।
কর্মশালায় বক্তারা অনলাইন চা নিলামের নানাবিধ সুবিধা ও কারিগরি বিষয় তুলে ধরেন এবং সিস্টেম সম্পর্কে হাতে- কলমে ধারণা প্রদান করেন।
টিটিএবি’র চেয়ারম্যান শাহ মাঈনুদ্দীন হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ টি এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এ এ মাসরুর উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে ইস্পাহানী টি লি. এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ডানকান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, চা বোর্ডের উপ-পরিচালক মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Discussion about this post