চট্টগ্রাম,২৯ সেপ্টেম্বর, ২০২৩:
আগামী ৫ অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বের মহারণ শুরু হচ্ছে ইন্ডিয়ার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর এই মহারণে লড়াই করবে ১০ টি দেশ। যেখানে ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আফগানিস্তানের সাথে হিমাচল প্রদেশের এইচপিসি স্টেডিয়ামে অনুষ্ঠিত। ইতিমধ্যে বাংলাদেশ দল গত ২৭ সেপ্টেম্বর ইন্ডিয়া পৌঁছে গেছে। বাংলাদেশ স্কোয়াডে আছেন সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
এর মধ্যে দলে নবাগত বোলার ২২ বছর বয়সী তানজিম হাসান সাকিব কিভাবে বাংলাদেশ দলের ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নিলেন, তার ক্যারিয়ার সেই গল্প।
তানজিম হাসান সাকিব বাংলাদেশ দলের ডানহাতি মিডিয়াম পেস বোলার। যদিও ইমার্জিং এশিয়া কাপে নিজের পারফর্মের সুবাদেই তার বিশ্বকাপ দলে জায়গা হয়েছে। বিশেষ করে এবাদত হোসেন ইনজুরিতে থাকায়। এ বছর ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের বিপক্ষে তানজিম সাকিবের ওডিআই অভিষেক হয় কলম্বো স্টেডিয়ামে । বাংলাদেশের দলে এবাদতের বদলি হিসেবে আসে তার নাম। এরপর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলেও ছিলেন।
এর আগে বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান। সাকিব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে ২০১৯ সালে ২৭ মার্চ ক্রিকেট লিস্টে স্থান পান। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিজয়ী দলের সদস্য ছিলেন সাকিব।
তানজিম হাসান সাকিব অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় অনূর্ধ্ব-১৩ জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাইয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ মাসের বোলিং কোর্স সম্পন্ন করে বিকেএসপিতে ভর্তি হন।
বাংলাদেশী ক্রিকেটার তানজিম হাসান সাকিবের জন্ম ২০০২ সালের ২০ অক্টোবর সিলেটের বালাগঞ্জের তিলকচাঁনপুরে।
Discussion about this post