চট্টগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৩:
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য টিসিএল গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ‘চট্টগ্রাম এডুকেশন ফেয়ার’।
শিক্ষামেলাটি আয়োজিত হবে আগামী কাল ৩০ সেপ্টেম্বর, শনিবার চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত দি আল আকসা হোটেলে।
এই শিক্ষামেলায় শিক্ষার্থীদের সরাসরি তথ্য প্রদানের জন্য উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এবং যুক্তরাষ্ট্রের ট্রাইন ইউনিভার্সিটি সহ আরো অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষার্থীরা সরাসরি এসব প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে জেনে নিতে পারবেন বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক তাদের সকল প্রশ্নের উত্তর। পাশাপাশি কোর্স বাছাইকরণ, স্কলারশিপ, শিক্ষা পরবর্তী চাকরির সুযোগ ইত্যাদি বিষয়ে থাকবে কাউন্সেলিং সেশনে অংশগ্রহণের সুযোগ।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার ৫০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক সকল তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে এই শিক্ষামেলায়।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় শিক্ষামেলাটিতে সকলের প্রবেশ উন্মুক্ত। বিজ্ঞপ্তি
Discussion about this post