চট্টগ্রাম, ২৩ নভেম্বর,২০২৪:
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ (World Antimicrobial Awareness Week-2024) একটি বৈশ্বিক উদ্যোগ, যা প্রতিবছর ১৮-২৪ নভেম্বর পালন করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু )ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত হয় সপ্তাহব্যপী “বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৪”। গত ২১শে নভেম্বর এই আয়োজনের কর্মসূচী হিসেবে ছিল- শোভাযাত্রা, টেকনিক্যাল সেশন, হিউম্যান, ভেটেরিনারি, ওয়ান হেলথ সহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল আলোচনা, সপ্তাহব্যপী বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফিজিওলজি, বায়োক্যামিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমীর হোসেন সৈকতের সভাপতিত্বে সপ্তাহব্যপী আয়োজিত ভিডিও প্রতিযোগিতা, অনলাইন পোস্টার প্রতিযোগিতা, পেন্সিল স্কেচ প্রতিযোিগতা ও মোটো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ভিডিও প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মো. রহিদুল ইসলাম (ভেটেরিনারি মেডিসিন-২৭), জহির উদ্দীন ফয়সাল (ভেটেরিনারি মেডিসিন-২৪), অর্পিতা নন্দী (মাস্টার্স)। পোস্টার প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- দেবশ্রী রায় (ভেটেরিনারি মেডিসিন-২৭), সুমাইয়া বিনতে কবির (ভেটেরিনারি মেডিসিন-২৭), মো. রিফায়েত হোসাইন (ভেটেরিনারি মেডিসিন-২৬)। স্কেচ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মোহাম্মদ রিয়াদুল হক (মাস্টার্স), রাবেয়া (ভেটেরিনারি মেডিসিন-২৬), হুমায়রা ঊর্মি (মাস্টার্স)। মোটো প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- মোহাম্মদ ইকরাম হোসাইন (ভেটেরিনারি মেডিসিন-২৫), বহ্নিতা দে (ভেটেরিনারি মেডিসিন-২৬), রোমানা আক্তার জেরিন (ভেটেরিনারি মেডিসিন-২৭)। বিজয়ী সকল শিক্ষার্থীকে সিভাসু ছাত্রকল্যাণের পরিচালক প্রফেসর ড. মো. রাশেদুল আলমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post