আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দজ প্রদেশের একটি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বোমা বিস্ফোরণের সময় ওই মসজিদে ৩০০ মুসল্লি নামাজ পড়তে গিয়েছিলেন। কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা চ্যানেলের বরাতে এই হামলার খবর জানা গেছে।
এদিকে পার্স টুডে জানিয়েছে, বিস্ফোরণে নিহতের সংখ্যা একশ’র বেশি এবং আহতের সংখ্যা দুই শতাধিক।হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেছেন, সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। অনেক মুসল্লি হতাহত হয়েছেন। তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।
বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তিও। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
আফগানিস্তানে এ বছর তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর এটাই সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা। যেখানে বোমা বিস্ফোরণে ব্যাপক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। কুন্দজের স্থানীয় হাসপাতাল সূত্রগুলো অর্ধ শতাধিক মরদেহ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে।
Discussion about this post