ঢাকায় কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র (সিজেএফডি) নব নির্বাচিত কমিটিতে মামুন আবদুল্লাহকে (আজকের পত্রিকা) সভাপতি ওতৌহিদুর রহমানকে (ইটিভি)সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের ঘোষণা করা হয়েছে।
সিজেএফডির নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি শিবু কান্তি দাস (দৈনিক পূর্বকোণ), যুগ্ম সম্পাদক রিশাদ হুদা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), অর্থ সম্পাদক মোমেনা আক্তার পপি (দৈনিক বাংলাদেশের খবর ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইকবাল করিম নিশান (জিটিভি), কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম দিলাল (ইটিভি), সায়েম টিপু (কালের কন্ঠ), মুজিব মাসুদ (যুগান্তর), শাহেদ সিদ্দিকী ((ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), মোর্শেদ নোমান (বিজনেস স্ট্যান্ডার্ড)। সূত্র: ফেসবুক