চট্টগ্রাম, ০৩ অক্টোবর, ২০২৩:
আর্মি মেডিকেল কলেজ ক্যাম্পাসে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নগরীর খিল্লাপাড়ায় আজ দুপুরে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার জন্য যে বীর যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মনে রাখতে হবে। তাদের প্রশংসা করতে হবে। তাহলে দেশ মাতৃকার জন্য অন্যরা জীবন উৎসর্গ করতে উৎসাহিত হবে। তিনি আরো বলেন, শিক্ষাই হচ্ছে
যে কেনো জাতির উন্নতির মেরুদন্ড । এই আর্মি মেডিকেল কলেজও আমাদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ডাক্তার হতে হলে ত্যাগের মানসিকতা ধারণ করতে হবে। না হলে ডাক্তার হওয়া যাবেনা। মানুষের সেবাই হচ্ছে চিকিৎসা পেশা। এখানে আরামের কোনো সুযোগ নেই।
পরে তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।
সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০১৪ সালে ১৮ সেপ্টেম্বরে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের নীতিগত অনুমোদন দেয়। অনুমোদন পাওয়ার পর থেকে কলেজটি অস্থায়ী ক্যাম্পাস শিক্ষা কার্যক্রম শুরু করে। শুরু করে ছাত্রভর্তিও।প্রধানমন্ত্রী এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেন।
এই চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রতিবৎসর ৫০ জন করে ছাত্র ভর্তি করানো হয়।
বাংলাদেশ সেনা বাহিনী দ্বারা পরিচালিত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই কলেজের স্থায়ী ক্যাম্পাস ছয় একর জায়গার উপর নির্মাণ করা হবে। এই সংক্রান্ত একটি তথ্যচিত্র ভিত স্থাপন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। নিজস্ব অর্থায়ন ও ব্যাংক লোনে এটি নির্মাণ করা হবে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে। এই মেডিকেলে ৭৯০ জন ছাত্রছাত্রীর আবাসনের ব্যবস্থা থাকবে। বর্তমানে ২৫০ জন ছাত্রছাত্রী মেডিকেল কলেজটিতে অধ্যয়নরত।
Discussion about this post